সারাদেশে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর বিপর্যস্ত জনজীবন। আজ থেকে তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
রাজধানীসহ বেশিরভাগ জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। প্রচন্ড ঠান্ডায় কর্মজীবী মানুষদের সকালে কাজে যাওয়াই এখন কঠিন হয়ে পড়েছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিন যশোর কুষ্টিয়া খুলনা, পাবনাসহ অন্তত ৪০ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেছেন, আকাশে যেহেতু মেঘ ঘনীভূত হয়েছে, ১৭, ১৮ ও ১৯ তারিখ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। ২০ তারিখের পর থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, মঙ্গলবার সিলেটের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।