দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় সরকার গঠন এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করার চ্যালেঞ্জ বাস্তবায়নে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচনের আগে থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতির অংশ হিসেবে বিভাগ ও মহানগর থেকে শুরু করে জেলা, থানা এমনকি প্রত্যন্ত গ্রামেগঞ্জেও দলীয় কার্যক্রম পরিচালনার জন্য বিস্তর ও কৌশলী ছক চূড়ান্ত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জ বেশি তাই সূক্ষ্ম পরিকল্পনা ও কৌশলী পদক্ষেপের মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছানো গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে সারাদেশে সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার বিষয়টি দেখা হচ্ছে গুরুত্বের সঙ্গে। সেজন্য সময় নষ্ট না করে প্রতীক বরাদ্দের সাথে সাথেই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা। নিজ নিজ এলাকায় নির্বাচনী সময়জুড়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ঝাপিয়ে পড়বেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৬ আসনে নৌকার প্রার্থী রশীদুজ্জামানের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করছে ছাত্রলীগ।
রবিবার কয়রা ইউনিয়নের গোবরা গুচ্ছগ্রামে ও কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এমপি প্রার্থী রশীদুজ্জামানকে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।
কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইমরান হোসেনের সাথে ছিলেন ফজলে রাব্বি বাধন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সোনালী আক্তার সহ সভাপতি ইডেল কলেজ ছাত্রলীগ,কেন্দ্রীয় নেতা আকাশ মন্ডল,অনুপম মন্ডল,তামান্না তাবাসুম ইরানী,শরিফুল ইসলাম রেজা,কয়রা সদর ইউনিয়ন নির্বাচন পরিচালানা কমিটির আহ্বায়ক পবিত্র কুমার মন্ডল,সদস্য মিনহাজ উদ্দীন দিপু,উত্তর বেদকাশি ইউনিয়নের আহ্বায়ক মাহমুদুল হাসান, কপোতাক্ষ কলেজ ছাত্রলীগ নেতা শেখ আশিক,বাপ্পি সহ শতাধিক নেতাকর্মী।
এভাবেই খুলনা – ৬ নির্বাচনে নৌকার প্রচারণায় ঘরে ঘরে যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
কয়রার প্রতিটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমেই ঘরে ঘরে পৌঁছানোর কাজ করছে ছাত্রলীগ বলে জানিয়েছেন সংগঠনটির জেলা সভাপতি পারভেজ হাওলাদার ।