দ্বাদশ সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ছাপাখানায় পোস্টার ছাপানোর কাজে ব্যস্ত সময় পার করছে সবাই। ইতিমধ্যে পোস্টারে ছেয়ে গেছে নগরীর প্রতিটি অলিগলি, গ্রাম, হাট-বাজার সহ প্রত্যন্ত অঞ্চলে।
মূলত প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে ছাপাখানার ব্যস্ততা। আন্দরকিল্লায় পোস্টার, লিফলেট, ব্যানার ছাপানোর কাজ চলছে হরদম।
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) আন্দরকিল্লায় সরেজমিনে গিয়ে দেখতে পায় সবকয়টি ছাপাখানায় পোস্টার ছাপানোর কাজে ব্যস্ত দেখা যায়। প্রেসের মেশিনম্যানরা বিরতিহীন ভাবে পোস্টার, লিফটের ছাপানোর কাজে ব্যস্ত সময় পার করছে।
আন্দরকিল্লা এলাকার ছাপাখানায় ব্যস্ত মেশিন ম্যান ও তাদের সহযোগীরা। মার্ক প্রিন্টিং প্রেস এর মেশিনম্যান সাহাবউদ্দীন জানান, এমনিতে বছরের শেষ সময়ে বই পুস্তক-প্রশ্নপত্রের ছাপানো অর্ডার থাকে। এ বার বছর শেষে যুক্ত হয়েছে নির্বাচন। স্বভাবিকভাবে অন্য সময়ের চেয়ে ব্যস্ততা অনেক বেশী। মালিক কাজের অর্ডার রাখছেন। আমাদেরকে ডিজাইন বলছেন। সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিচ্ছি।
নির্বাচনে প্রার্থীদের পোস্টার ব্যানার, লিফলেটর পাশাপাশি মাইকে প্রচারণাই অন্যতম কাজ। এসবের মূল লক্ষ্য ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
চট্টগ্রামে ছাপাখানা কাজের জন্য বিখ্যাত আন্দরকিল্লা এরিয়ায়। এখানে বই পুস্তক হতে শুরু করে সকল প্রকার প্রিন্টিং এর কাজ করে থাকেন তাঁরা।
নির্বাচনে জমজমাট কাগজ, কালি, প্লেট, ডিজাইনের দোকানগুলো। ব্যস্ততা দেখা গেছে কিছু লেমিনেশন হাউসেও।