মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
মুন্সীগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা।

দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচন উপলক্ষ্যে ২৭ ও ২৮ তারিখ পর্যন্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার অংশগ্রহণ নেয়।

বৃহস্পতিবার সকল সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আবুজাফর রিপন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাসুদুল আলম,স্বাগত বক্তব্য রাখেন,জেলা নির্বাচন অফিসার বশির আহমেদসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: আবুজাফর রিপন ভোটগ্রহণ  পদ্ধতি এবং আইনশৃঙ্খলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102