সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

ইবি শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদক নির্বাচিত।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
ইবি শিক্ষক সমিতির সভাপতি, সম্পাদক নির্বাচিত।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মিজানুর রহমান ফল ঘোষণা করেন। এদিন  সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ১২১ ভোট পেয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন সভাপতি এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
১২৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, ১১২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ১১৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল (১২৭), অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া (১২৬), অধ্যাপক ড. আনিছুর রহমান (১২৬), কে এম. শরফুদ্দিন (১২৫) , অধ্যাপক ড. আমজাদ হোসেন (১২২), অধ্যাপক ড.  মাজেদুল হক (১২০), অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান (১১৫), সহকারী অধ্যাপক সাহিদা আখতার (১১৪), অধ্যাপক ড. আসাদুজ্জামান (১১২) এবং অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১১১) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রগতিশীলতার জয় হয়েছে, শাপলা ফোরামের জয় হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ করে শিক্ষক সম্প্রদায়ের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করব। সকলের পরামর্শ নিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া যায় সেই প্রচেষ্টা করব।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102