মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

রাউজানে  চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। 

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
রাউজানে  চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। 
আজ সারা দেশের মতো রাউজানে ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত । ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি  করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাউজানের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভার স্বাস্থ্য কমপ্লেক্স, কমিনিউটি ক্লিনিক, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন কেন্দ্রে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সরজমিনে রাউজানের কয়েকটি ক্যাম্পেইন ঘুরে দেখা যায়, মায়েরা শিশুদেরকে  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নিকটবর্তী ক্যাম্পেইনে নিয়ে আসছেন। সকাল থেকেই এই ভিড় লক্ষ্যনীয় ছিলো। ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আসা কয়েকজন মায়ের সাথে কথা হলে তারা বাংলা পোর্টালের প্রতিনিধি রয়েল দত্তকে বলেন, রাতকানাসহ অন্যান্য রোগ প্রতিরোধের জন্য  বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর যে উদ্যোগ তা সত্যিই
 প্রশংসনীয় । বিনামূল্যে আমাদের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102