সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :

ঘড়িয়াল ডাঙ্গা প্রিমিয়ার লীগ (GPL) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। 

রবিউল ইসলাম উপজেলা প্রতিনিধি রাজারহাট কুড়িগ্রাম।
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
ঘড়িয়াল ডাঙ্গা প্রিমিয়ার লীগ (GPL) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং এর শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত। 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রথমবারের মতো ঘড়িয়াল ডাঙ্গা প্রিমিয়ার লীগ (GPL) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ইং এর শুভ উদ্বোধনী খেলা আজ ২ রা  ডিসেম্বর  রোজঃ শনিবার বিকাল ৩ ঘটিকায়  ঘড়িয়াল ডাঙ্গা কেন্দ্রীয়  মাঠে অনুষ্ঠিত হয়।  উক্ত উদ্বোধনী খেলায় যে  দুটি শক্তিশালী দল অংশ গ্রহণ করেন এক দিক থেকে ছুটে আসা কাউনিয়া নাইট রাইডার্স ক্রিকেট এবং অপর দিকে উত্তর বঙ্গের পরাশক্তি ক্রিকেট লাভার্স রংপুর। উক্ত খেলায় টর্চে জিতে ক্রিকেট লাভার্স রংপুর ফিল্ডিং করার সিধান্ত নেয়। উক্ত খেলায়  কাউনিয়া নাইট রাইডার্স ১৫ ওভারে ২১২ রান অর্জন করেন, ৯ উইকেটের বিনিময়ে এবং অপর দিকে ক্রিকেট লাভার্স রংপুর ১৫ ওভারে ২০৬ রান অর্জন করতে সক্ষম হয়, ৭ উইকেটের বিনিময়ে। ফলে উক্ত খেলায় ৬ রানে জয় লাভ করেন কাউনিয়া নাইট রাইডার্স।খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের গৌরব অর্জন করেন বিজায়ী দলের খেলোয়ার রাকিব হাসান এবং উক্ত খেলায় ১০০ রান করার গৌরব অর্জন করেন  বিজায়ী দলের খেলয়ার রাকিব হাসান (১৩৩) ও পরাজিত দলের খেলয়ার সুশান্ত দা(১০৫)। খেলায় গৌরব অর্জনকারী খেলোয়াড়দের হাতে পুরুষ্কার ও সম্মানি তোলে দেন সেকেন্দার আলী বাবলু ও ইমরান। উক্ত খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন  করেন দক্ষ আম্পায়ার মনিরুল ইসলাম বাদল, দ্বিতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দক্ষ আম্পায়ার আফজাল হোসেন ও তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেন দক্ষ আম্পায়ার ফরহাদ হোসেন। উক্ত খেলায় ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন সোলেল চৌধুরী, শামসুদ্দিন বসুনিয়া সুমন ও সোহেল রহমান সুমন। স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেন রাশেদুল হক আপেল ও নিপুন রয়।
ঘড়িয়ালডাঙ্গা প্রিমিয়ার লীগের উদ্ধোধনী খেলার প্রধান অতিথি ও খেলার উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন—
আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান (সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ,রাজারহাট উপজলা শাখা)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন —
সেকেন্দার আলী বাবলু(সভাপতি,প্রেস ক্লাব রাজারহাট)।
রায়ান রাজু(প্রোঃ ডিম ওয়াল্ড)।
নিমায় চন্দ্র রয় (প্রভাষক রাজারহাট কারিগরি বানিজ্যিক  কলেজ ও অত্র (GPL) ক্রিকেট টুর্নামেন্টের সাধারণ সম্পাদক)।
উক্ত টুর্নামেন্টের সভাপতির দায়িত্ব পালন করেন–
মোহাম্মদ ফখরুল ইসলাম হীরা (সদস্য,৯ নং ওয়ার্ড, ১ নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ)
সার্বিক তত্বাবধানে–বাবু রবীন্দ্রনাথ কর্মকার (সাবেক চেয়ারম্যান, ১ নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ)
উক্ত খেলার আয়োজন করেন—
ঘড়িয়ালডাঙ্গা খেলোয়াড় কল্যান সংস্থা
রাজারহাট,কুড়িগ্রাম।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102