এবারের আলিম পরিক্ষায় আল মাহমুদের মেধাবী ছাত্র হাফেজ আল মামুন গোল্ডেন A+ পেয়েছে।
প্রতিটি শিক্ষকেরই গর্ব করার মতো কিছু ছাত্র থাকে, তেমনি আমার শিক্ষকতার ১যুগে গর্ব করার মতো অনেক ছাত্রই পেয়েছি, তন্মধ্যে কালো মানিকখ্যাত আমার “আল মামুন” ছিল অনন্য স্পেশাল এবং ব্যতিক্রম।
হাফেজ আব্দুল্লাহ আল মামুন মনোহরদী আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসার একজন কৃতি ছাত্র তার পিতা:- আব্দুল মজিদ মাতা-মাসহুদা আক্তার
গ্রাম:- ডাকঘর- সিদ্দিকপুর, মনোহরদী, নরসিংদী। 1
সে – আল মাহমুদ আইডিয়াল মাদরাসা থেকে হিফাজ সমাপ্ত করে ২০১৯ সালে । দাখিল ২০২১-আল মাহমুদ আইডিয়াল মাদরাসার তত্ত্বাবধানে-মনতলা ফাজিল মাদরাসার অধ্যয়নের রেজাল্ট জিপিএ 5.00 (A+)
আলিম:- ২০২৩-দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ডেমরা ঢাকা রেজাল্টঃ- জি.পি.এ-৮.৫০ (গোল্ডেন A+)
কুরআন-হাদীস শিখে তার উপর নিজে চলা এবং অন্যকে চলার দাওয়াত দেয়া এবং সকল বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে মানযিলে মাকসাদে, মনে রাখবে বাতিল যদি মিথ্যা কথাটা জোরে বলতে পারে ; তাহলে তোমাদেরকে সত্য কথাটা আরো জোরে এবং মজবুতির সাথে বলতে হবে, এটাই দ্বীন ও ঈমানের শিক্ষা।
উস্তাদদের সাথে কখনো বেয়াদবি করতে দেখিনি তোমাকে, তবে দেখেছি কিভাবে উস্তাদদের খেদমত করেছো বছরের পর বছর, আল মাহমুদকে নিজের ঠিকানা বানিয়ে আগলে রেখেছিলে সকল পরিস্থিতিতে।
আল মাহমুদের নতুন ভবন করার সময় আমাদের সাথে তোমার সারারাতের পরিশ্রমগুলো মাঝেমধ্যেই চোখে ভেসে উঠে, কিভাবে এত কষ্ট আর পরিশ্রম করেছিলে তা ভেবে চোখের কোণ ভিজে যায় এখনো
তোমাদের সেই পরিশ্রম, মেহনত আর দু’আর ফলে আল মাহমুদ আজ সর্বত্রই অনন্য, মননে – মেধায় গড়ে উঠছে তোমাদের মতোই নতুন এক প্রজন্ম, যারা আগামী বিশ্বের নেতৃত্বদানে সর্বাগ্রে থাকবে ইনশাআল্লাহ।
তোমার এমন কৃতিত্বে আমি গর্বিত, সকল উস্তাদগণ গর্বিত, সবাই তোমার সুন্দর আগামীর জন্য প্রাণভরে দু’আ দিচ্ছে।
সততা, আদর্শ আর আমানতদারীতার গুণাবলি অর্জন করে নিজেকে আরো উচ্চতায় নিয়ে যাবে এমনই প্রত্যাশা করছি।
দু’আ কামনায়-
মশিউর রহমান
ভা: প্রিন্সিপাল, আল মাহমুদ আইডিয়াল মাদ্রাসা