সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
 ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এরমধ্যে চট্টগ্রাম বোর্ডে পাস ৭৪ দশমিক ৪৫ শতাংশ
রোববার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এছাড়া, কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। আগের বছর যা ছিল ৮০ দশমিক ৫ শতাংশ। এ বছর চট্টগ্রামে বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৩৩৯ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১২ হাজার ৬৭০ জন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭৯টি কলেজ থেকে মোট ১ লাখ ১ হাজার ৯৪৯ শিক্ষার্থী অংশ নেয়। এতে পাস করে ৭৫ হাজার ৯০৩ জন শিক্ষার্থী। এবার বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ৪৫, মানবিক বিভাগে ৬৫ দশমিক ২২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৮ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় পাসের হার ৮৫ দশমিক ১৯ শতাংশ, মহানগর বাদে জেলায় ৬৮ দশমিক ৫৬ শতাংশ, কক্সবাজার জেলায় ৭০ দশমিক ৩৮ শতাংশ, রাঙ্গামাটি জেলায় ৬৪ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৬২ দশমিক ২৭ শতাংশ ও বান্দরবান জেলায় ৬৬ দশমিক ৮১ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৪৫৪ ও ছাত্রের সংখ্যা ২ হাজার ৮৮৫ জন।
ঘোষিত ফলাফলে ১২ কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং তিনটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102