সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

ফেনীর ছাগলনাইয়ায় মেধাবী এক হাজার শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি ও উপকরণ।

জোবায়ের হোসেন রিহান, ফেনী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
ফেনীর ছাগলনাইয়ায় মেধাবী এক হাজার শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি ও উপকরণ।
ফেনীর ছাগলনাইয়ায় মানবতা জেগে উঠুক বিবেকের তাড়নায় এমন শ্লোগান নিয়ে ফেনীতে সুবিধাবঞ্চিত মেধাবী এক হাজার  শিক্ষার্থীর মাঝে আগামী এক বছরের জন্য শিক্ষা বৃত্তি ও বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আহমেদ মাহী রাসেল।
শনিবার, ২৫ নভেম্বর বিকেলে চাঁদগাজী হাই স্কুল মাঠে ছবি শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম কমল।
মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি ও পুরস্কার প্রাপ্ত শিক্ষক ওবায়দুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছাগলনাইয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মামুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শেদ আলম, চাঁদগাজী স্কুলের সহকারী শিক্ষক নুরুল আলম।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলম, বই, পেনসিল,কাটার, ইরেজার বিতরণ করা হয়।এছাড়া শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
আয়োজক আহমেদ মাহী রাসেল বলেন, দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, পড়ালেখায় যেন প্রতিবন্ধকতা না হয় এবং কম উপার্জনক্ষম পরিবারে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে এই আয়োজন করা হয়েছে।এছাড়া নতুন বছরের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী নতুন বই উপহার দিবেন শিক্ষার্থীদের মাঝে। তাই সরকার এর পাশাপাশি শিক্ষা উপকরণ দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এভাবে প্রতিটি এলাকায় বিত্তবানরা হাত বাড়িয়ে দিয়ে পিছিয়ে পড়বে না কোন শিক্ষার্থী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102