ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সৃজনশীল ও শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল সংগঠন ‘বুনন’ কর্তৃক ফটোগ্যালারী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এটির আয়োজন করেন সংগঠনটি।
ফটোগ্যালারী প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো আলমগীর হোসেন ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বুননের উপদেষ্ঠা ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক মো: ইয়ামিন মাসুম সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। প্রদর্শনী পরিচালনা করেন বুননের বর্তমান সভাপতি মো নাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক দীপ কুন্ডু।
উদ্বোধনের পর থেকে ফটোগ্যালারীটি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ও মন্তব্য করার জন্য “কমেন্ট বক্স” এর ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অসংখ্য ছবি প্রদর্শিত গ্যালারিতে জায়গা করে নিয়েছে। সহজে বুঝতে পারার সুবিধার্থে প্রতি বছরের জন্য আলাদা আলাদা কলাম করে দেয়া হয়েছে।
বক্তব্যে সংগঠনের সভাপতি মো: নাহিদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় দিবস এমন একটি বিশেষ দিন যা আমাদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার আগ্রহকে বাড়িয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করার সুযোগ করে দেয়। সেই ইতিহাস ঐতিহ্য কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেখানোর জন্য আমরা এই ফটোগ্যালারী প্রদর্শনীর আয়োজন করেছি এবং কমেন্ট বক্স রেখেছি যেখানে সবাই তাদের মনের অনুভুতি প্রকাশ করতে পারবে। সকলের কাছে বুননের এই ছোট্ট উদ্যোগ পৌঁছে দিতে পেরেছি এজন্য আমরা কৃতজ্ঞ।