বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নতুন ছবি টাঙ্গানো হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আজিজুল হক কলেজের শিক্ষক পরিষদের উদ্দ্যোগে নতুন ছবি টাঙ্গানো হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর খোন্দকার কামাল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সবুর উদ্দিন, উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সুব্রত কুমার সাহা, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মোমিন-উল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেজাউল করিম সহ অন্যান্য শিক্ষকেরা। ছবি টাঙ্গানোর পর শিক্ষক মিলনায়তনের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হয় এবং সেগুলো দ্রুত সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন নবাগত অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান ।