বাগেরহাটের রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টায় রামপাল কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, জীবন দূতি চক্রবর্তী, মানবেশ রায়, মো. মোস্তফা কামাল পলাশ, আরিফা সুলতানা, মো. তাওহিদুল ইসলাম , অভিভাবক শেখ রাজু আহমেদ, মো. হাফিজুর রহমান, জিতেন অধিকারী প্রমুখ।
এসময় কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সময় লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।