বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ কালচারাল উইং এর পক্ষ থেকে নবাগত অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আজিজুল হক কলেজ উইং এর সকল সদস্যদের উপস্থিতিতে অধ্যক্ষের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য যে, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর খোন্দকার কামাল হাসানকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর এক প্রজ্ঞাপণে এ ব্যাপারে জানানো হয়। প্রজ্ঞাপণে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন। খোন্দকার কামাল হাসান মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সরকারি আজিজুল হক কলেজে দীর্ঘদিন পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন।