সজিব মিয়া, নিজস্ব প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মিয়া’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার গাজীপুরা বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ওই এলাকার প্রায় সহস্ত্রাধিক মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনাস্থা প্রস্তাবের নিন্দা জানিয়ে দ্রুত এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ১০টি অনিয়মের অভিযোগ এনে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও ৭ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১২ জন সদস্য বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর অনাস্থা প্রস্তাব দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী যুবলীগের সভাপতি জি এম ওসমানী হাসান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ আহমেদ প্রমূখ।
এএসবিডি/আরএইচএস