৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ে দুপচাঁচিয়া উপজেলাসহ সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। এর আগে দুপচাঁচিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাস্কৃতিক কেন্দ্রের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এবং মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, ইমাম, মোয়াজ্জিন, জনপ্রতিনিধি, আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা মডেল মসজিদে উপস্থিত সকলেই সকাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।