ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে নাটোরের লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পুসহ ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) ভোরে ঈশ্বরদী বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃত বাকিরা হলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক রুবেল, বাকিদের নাম জানা যায় নি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১২ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
এবিষয়ে লালপুর উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসির আরশাদ রাজনকে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায় নি।