বাগেরহাটের শিকদার বাড়ির দুর্গা মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ির দুর্গা মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুজ্জামান।
বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) রাতে তারা মন্দির পরিদর্শন করেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দ বিশ্বাস সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
দুর্গাপূজার আয়োজক লিটন শিকদার তাদেরকে সাথে নিয়ে মন্দিরের প্রতিমা দর্শন করেন এবং মন্দিরের সার্বিক চিত্র তাদের সামনে তুলে ধরেন।