“জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, এইচপিভি টিকা নেব দল বেঁধে”-স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এই এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে সরকারি সিদ্ধান্ত মতে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত। ১০ থেকে ১৪ বছরের অধ্যায়নত মেয়ে শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। এরই অংশ হিসাবে দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীদের এই এইচপিভি টিকাদান প্রদান করা হয়েছে। এতে ৬ষ্ঠ শ্রেণি ৬০ জন, ৭ম শ্রেণি ৫০ জন, ৮ম শ্রেণি ৪৫ জন, নবম শ্রেণি ৪৫ জন। মোট ২০০ জনকে এইচপিভি টিকা প্রদান করা হয়।
এসময় দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাখন লাল তালুকদার, সহাকারী শিক্ষক (ইংরেজি) মমতাজ চৌধুরী, জিতেন্দ্র সরকার, সহকারী শিক্ষক( সামাজিক বিজ্ঞান) রুনা আক্তার, সুফিয়া পারভীন, সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) কামরুল হাসানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।