সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

বিশ্ব খাদ্য দিবসে ইবি ‘সিওয়াইবি’র র‌্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
বিশ্ব খাদ্য দিবসে ইবি ‘সিওয়াইবি’র র‌্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালিটির আয়োজন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকান গুলোতে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন সংগঠনটি।
এসময় সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক রাকিব রিফাতের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুজ্জামান নূর, তৌফিক আজম শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ শুভ, রাকিব হাসান, কুলছুম আক্তার, দফতর সম্পাদক তৌকি ওয়াসিফ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, ভোক্তা অধিকার সম্পাদক রেজাউজ্জামান পলাশ, আইন সম্পাদক মিম খাতুনসহ সংগঠনটির অর্ধশতাধিক সেচ্ছাসেবীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব রিফাত বলেন, আমাদের এই সংগঠনটি বরাবরই ভোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের সকল দোকান গুলোতে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করে থাকি। যার ফলে দোকানী এবং ভোক্তা উভয়ই খাদ্য সচেতনতা সম্পর্কে অবগত হতে পারে। আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102