বাগেরহাট সদর ও পৌরসভার ১১৯ টি মন্দিরে শেখ তন্ময় এম.পি এর শুভেচ্ছা উপহার বিতরণ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট সদর ও পৌরসভার ১১৯ টি পূজা মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় এম.পি।
রবিবার (১৫ই অক্টোবর) বিকালে জেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন এবং ১১৯ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার ও চেক তুলে দেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু এর সভাপতিত্বে অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ভূঁইয়া এ্যাডভোকেট হেমায়েত উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির জিলাম, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্র, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার সহ বাগেরহাট সদর ও পৌরসভা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মী ও ১১৯ টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।