ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির চড়ুইভাতি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ও গণিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম এবং প্রেসক্লাবের সহ-সভাপতি রুমি নোমান। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল হাসান রাব্বিসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল হোসেন ও ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনি।
এ সময় সহকারী অধ্যাপক শাহাবুব আলম বলেন, ‘তোমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় থেকে নিজেকে গড়ে তুলতে হবে। তোমার লক্ষ্য যদি হয় শিক্ষক হবে তাহলে তুমি সেভাবেই নিজেকে গড়ে তুলবে। বিসিএস হলে সেভাবে প্রস্তুতি নিবে, খেলাধুলায় তোমার লক্ষ্য থাকলে সেভাবেই প্লান করবে।’
অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘ক্যারিয়ারে ভালো জায়গায় নিজেকে দাঁড় করানোর জন্য পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিসে যুক্ত থাকতে হবে। কারণ আধুনিক এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে, ভালো অবস্থানে নিয়ে যেতে হলে এটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসময় তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানে এগিয়ে আসার আশ্বাস দেন।