রাউজানে বায়তুর রহমান জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ রাউজান ফায়ার সার্ভিস সংলগ্ন নাজিরপাড়া বায়তুর রহমান জামে মসজিদে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মুহুরী পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম। প্রধান বক্তা ছিলেন কদলপুর হামিদিয়া মাদরাসার আরবি প্রভাষক ও অত্র মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমীনুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নবীদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটি আহবায়ক আবু আহম্মদ, মসজিদ কমিটির সদস্য মনছুর উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, মোজাম্মেল হক লিটন, মো. হোসেন, সমাজ সেবক হারুন অর রশিদ, জাহেদুল ইসলাম বুলু, মসজিদ কমিটির সদস্য আবু জাবেদ লিটন, মো. হেলাল উদ্দিন প্রমূখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কানায় মোনাজাতের পর তাবরুক বিতরণ করা হয়।