মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে খুশি রাউজানের ভোটাররা।

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়ে খুশি রাউজানের ভোটাররা।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়ে খুশি রাউজান উপজেলার ভোটাররা। নতুন পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছ্বাস দেখা গেছে নতুন-পুরোনো সবার মধ্যে। হাসি মুখে কার্ড নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার  ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র কার্ড বিতরণ করা হচ্ছে। সবার হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দিতে কার্যক্রম চলছে। গত ৯ সেপ্টেম্বর শনিবার রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয় পত্র  বিতরণরে মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু হয়।  ইতিমধ্যে উপজেলার কয়েকটি ইউনিয়নে  স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও বিতরণ করা হচ্ছে। স্মার্ট পরিচয়পত্র গ্রহণের জন্য  ফিঙ্গার ও আইরিশ প্রদান এবং পুরোনো এনআইডি কার্ড এবং স্লিপ জমা দিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হচ্ছে।
আজ  বৃহস্পতিবার নোয়াপাড়া ইউনিয়নে 1 নং ও 3 নং ওয়ার্ডে র্স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। সরজমিনে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকেই সব বয়সের নারী ও পুরুষ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ফিঙ্গার দিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছেন। তাঁদের প্রত্যেকের মাঝে আমেজ লক্ষ্য করা গেছে। এই সময় নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ব্যবসায়ী জসিম উদ্দিন, ইউপি সদস্য তপন মল্লিক, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ভোটারদের কার্ড পেতে সহযোগিতা করেন।
লাইনে দাঁড়িয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেওয়া এক ভোটার  বলেন, ‘স্মার্ট কার্ডের কথা অনেক আগে শুনেছিলাম। কিন্তু চোখে দেখিনি। আমরা কখন পাবো এর জন্য অপেক্ষার প্রহর গুনছিলাম। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর  স্মার্ট কার্ড পেয়ে এখন খুব ভালো লাগছে।
 স্মার্ট কার্ড নিতে আসা এক মহিলা ভোটার  জানান স্মার্ট কার্ড নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হলেও কার্ডটি হাতে পেয়ে অনেক খুশি হয়েছি। স্মার্ট কার্ড গুরুত্বপূর্ণ জিনিস। এখন বাচ্চাদের স্কুলে ভর্তি, বিকাশ কিংবা উপবৃত্তির জন্য স্মার্ট কার্ড খুবই জরুরি হয়ে পড়েছে। তাই নিজের স্মার্ট কার্ডটি নিতে আসলাম।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102