সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ।
দক্ষিণ চট্টগ্রামের সড়কে বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে দুই ঘণ্টা ওই রুটে যাত্রীবাহী যান চলাচল বন্ধ ছিল।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নতুন ব্রিজ চত্বরে মানববন্ধন করেন পরিষদের সদস্যরা।
এসময় সড়ক পরিবহন নেতারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান, পিএবি বাঁশখালী সড়কে গাড়ি চলাচলে শৃঙ্খলা নেই। এজন্য সড়কে দুর্ঘটনা বাড়ছে। দিনের বেলায় অনিয়ন্ত্রিত এসি/নন এসি বাস চলাচল করছে। এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন এবং শত শত পরিবহন শ্রমিক বেকার জীবনযাপন করছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন-২০১৮ ধারা ৪০ এর বিধি লঙ্ঘন করে সড়কে নিষিদ্ধ ও অবৈধ টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলারসহ বেপরোয়া গতির মোটরসাইকেল চলাচল করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এসব অনিয়ম বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা কফিল উদ্দিন, মো. ইউনুছ কোম্পানি, মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, অলি আহামদ, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, জহিরুল ইসলাম, কাজল কান্তি দাশ, মো. মর্তুজা সিদ্দিকীসহ অন্যান্য নেতারা।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ মুছা বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরানোসহ দুর্ঘটনা প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছি। বিক্ষোভ চলাকালে দুই ঘণ্টা যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। আমাদের সংগঠনের সঙ্গে এক হাজারের বেশি গাড়ি যুক্ত আছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102