“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু”-এই প্রতিপাদ্য মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস ও র্যালি উদযাপন পালিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়,এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৫অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজে একটি শোভাযাত্রা বিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক দিবস ও র্যালি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, প্রধান সহকারী শিক্ষক সাহানা আক্তার, সিনিয়র শিক্ষক মো. তোহা মিয়া আখন, এ.এইচ.এম শাহা আলম মোল্লা, পরিমল চন্দ্র ঢালী, জাহানজীব সারোয়ার, রেজুনা খাতুন, নাসরিন সুলতানা, মোহাম্মদ তোয়াহা, মোন্তাছির রহমান, দিলীপ কুমার গোস্বামী, মো. লিয়াকত হোসেন, কলেজ শাখার প্রভাষক মো. শামসুল আলম, খুশিলাল রায়, মো. ফরহাদ হোসেন, মো. কামাল হোসেন, জান্নাতুল ফেরদৌস।
সহকারী শিক্ষক জুরান রায়, মুহাম্মদ শাহীন মিয়া, হৃদয় চন্দ্র মৃধা, অনিতা রানী ঘোষ, কামরুল ইসলাম, কিরণ চন্দ্র শিকারী, ফারিন আক্তার, আয়েশা আক্তার,এনায়তে করিম, অপু চন্দ্র বিশ্বাস, অফিস সহকারী মো. ফিরোজ মিয়া প্রমুখ।