শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু,এই শ্লোগানকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) অত্র মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মাদ্রাসা চত্বর থেকে এক র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা চত্বরে এসে শেষ হয়।পরে মাদ্রাসার সভাকক্ষে,অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী সুপার মাওলানা মোঃ নূরে আলম সিদ্দিকী,সহকারী শিক্ষক মোঃ মেরাজ উদ্দিন,
সহকারী মৌলভী হানিফ উদ্দিন,সহকারী মৌলভী মোবারক আলী,সহকারী শিক্ষক রেজাউল করিম সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা,কর্মচারী ও ছাত্র- ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এমন প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত এবং কর্মরত শিক্ষক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্থাস্থ্য কামনা সহ দেশের প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রীসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।