নীলফামারীতে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন।
প্রায় পনেদুই কোটি টাকা ব্যায়ে নির্মিত নীলফামারী সদরে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন নীলফামারীর -০২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান নূর।
আজ বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) দুপুরে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের আয়োজনে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ মাঠে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের গভর্ণিং কমিটির সভাপতি ও নীলফামারী জেলা আ”লীগের সভাপতি, পৌর মেয়র মোঃ দেওয়ান কামাল আহমেদ”র সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুজ্জামান জুয়েল ।
পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম”র সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুজার রহমান,নীলফামারী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুরুল আমিন সরকার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আল- মাসুদ আলাল, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম সরকার সহ প্রমুখ বক্তব্য রাখেন।
আরো উপস্থিত
ছিলেন পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান প্রাঃ, সাধারণ সম্পাদক লিখন শাহ, সাবেক সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আলী হোসেন আলী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক নীলফামারী -২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি বলেন, যারা পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। নীলফামারীতে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো যদি মান সম্মত ভাবে গড়তে না পারি তাহলে আগামী দিনের শিক্ষার্থীদের কি জবাব দিবো, আগামী প্রজন্মকে যদি আমরা শিক্ষিত করতে না পারি এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা জানাতে না পারি তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমাদের উচিত আগামী প্রজন্মের জন্য শিক্ষার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এবং শেখ মুজিবুর রহমানের ইতিহাস সমন্ধে পরিচিতি লাভ করাতে হবে।
উল্লেখ্য যে, পনেদুই কোটি টাকা ব্যায়ে একাডেমিক ভবনটি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত। পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজটি ১৯৬১ সালে ১শত ৫০ জন ছাত্রী নিয়ে স্কুল শাখার পথচলা শুরু করে, পরে ২০১৩ সালে কলেজ শাখা চালু হয়, হাঁটি হাঁটি পা পা করে আজকে স্কুল এন্ড কলেজটি পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে ৬৫০ জন ছাত্রী নিয়ে পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজটি পরিচালিত হচ্ছে।