মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

মধ্যনগরে টিফিন বক্স ও শিক্ষা উপকরণ বিতরণ।

মহি উদ্দিন আরিফ,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
মধ্যনগরে টিফিন বক্স ও শিক্ষা উপকরণ বিতরণ।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। বিদ্যালয়ের এসএমসি সভাপতি মবিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের পরিচালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিতালী রাণী অধিকারী, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, গলহা উচ্চ বিদ্যালয়ের এমএমসি সভাপতি প্রভাত দেবনাথ। পরে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ৮৬ জন শিক্ষার্থীর মাঝে পেন্সিল বক্স এবং তৃতীয়, চতুর্থ ও শ্রেণির ৮৭ জন শিক্ষার মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102