রাউজান মইশকরমে আজিমুশশান মিলাদুন্নবী (দ.) মাহফিল সম্পন্ন।
চট্টগ্রামের রাউজান উপজেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়নের আওতাধীন মইশকরম ওয়ার্ড শাখা, প্রবাসী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল হযরত রুস্তম শাহ্ (রহঃ) জামে মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বাংলাদেশ উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও গাউসিয়া কমিটি বাংলাদেশ মইশকরম ওয়ার্ড শাখার উপদেষ্টা মুহাম্মদ রেজাউল করিম । সংগঠনের সভাপতি মুহাম্মদ আলী হায়দার শাহ -এর সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন বেসরকারি টিভি চ্যানেলের ইসলামি আলোচক ও ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মনিরুজ্জামান আলকাদেরী । মাহফিলে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান আল্লামা কাজী শফিউল আজম আল কাদেরী ,সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখার সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগর,সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ, অর্থ সম্পাদক ফিরোজুল ইসলাম চৌধুরী, গাউছিয়া কমিটি পূর্ব গুজরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন,হযরত রুস্তম শাহ (রহ) জামে মসজিদের সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার হাফেজ মোঃ এহসান, মওলানা জাহাঙ্গীর, মাওলানা জাহেদ,হাফেজ আব্দুল হাকিম, সুজন শাহ,তসলিম শাহ,তানভীর শাহ,হাফেজ সোলায়মান, হাফেজ সাকিব, হাফেজ ফয়সাল, হাফেজ সাজ্জাদ প্রমূখ । মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মো: তসলিম শাহ,মোঃ তানভীর শাহ,মোঃ সোলাইমান,মোঃ সিহাব শাহ,মোঃ সাব্বির শাহ,মোঃ আবেদ শাহ,মোঃ সাইফু,আনিস,রহিম শাহ, মোঃ জসিম, টিটু,মোঃ আকিব,মোঃ আদিল, মোঃ সামির, মোঃ মহসিন, মোঃ আবদুল্লাহ, তানজিদ,সানজিদ,আরাফাত, আরিফ ।