১৬ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত, কঠোর কর্মসূচির হুশিয়ারি।
১৬ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দিয়েছেন তারা। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে ঘন্টাব্যাপী আলোচনায় বসেন কর্মকর্তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
আলোচনায় কর্মকর্তারা একসপ্তাহের মধ্যে দাবি পুরণের আশ্বাস না পেলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান।
জানা গেছে, নায্য অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে গত ২৬ জুলাই থেকে কর্মবিরতি শুরু করে কর্মকর্তারা। প্রথমদিকে দুই ঘণ্টা ও পরবর্তীতে পাঁচ ঘণ্টা করে তারা কর্মবিরতি শুরু করে। পরে গত ৩ সেপ্টেম্বর থেকে এটি বাড়িয়ে পূর্ণকালীন কর্মবিরতি শুরু করেন তারা। আজ শনিবার তারা কর্মবিরতি অব্যাহত রেখেছে। ছাত্র সংশ্লিষ্ট জরুরি কাজ, চিকিৎসা, সনদপত্র উত্তোলন ইত্যাদি কাজ এই আন্দোলনের আওতামুক্ত থাকবে বলে জানান তারা। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের সবুজ সংকেত পাওয়া না গেলে কঠোর কর্মসূচিতে যাওযার হুশিয়ারি দিয়েছেন তারা। এ ছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তারা।
কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, আমাদের উত্থাপিত দাবিগুলো আইন সম্মত হওয়া সত্বেও উপাচার্য তা বাস্তবায়ন না করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। এ অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি দাবি গুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন, আগামী সপ্তাহের মধ্যে প্রশাসন দাবিগুলো বাস্তবায়ন না করলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।