বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষক সমিতি ভূঞাপুর এর উদ্যোগে ক্রিয়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ভূঞাপুর উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামে ভারই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুটি দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়। মাঠে খেলোয়াড়দের খেলা দেখার জন্য ছিল প্রচুর দর্শক। তারা প্রতিনিয়ত খেলোয়ারদের অনুপ্রেরণা জাগিয়েছে। সবশেষে ০-১ গোলে বিজয় লাভ করে ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।খেলা চলাকালীন সময়ে মাঠে উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভা এর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
ভূঞাপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ ছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সকলেই এই খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরণ করা হয়।