কুতুবদিয়ায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২৩,কাবাডি, হ্যান্ডবল,ফুটবল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর )সকালে ধুরুং আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলায় হ্যান্ড বল প্রতিযোগিতায় কৈয়ারবিল আইডিয়্যাল হাই স্কুল ও ধুরুং আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ যৌথ বিজয়ী হয়।কাবাডি প্রতিযোগিতায় সতরুউদ্দীন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
বিকালে ফুটবল খেলায় ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজকে নিজেদের মাঠে ২-০ গোলে পরাজিত করে কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত ওসি কানন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বিকম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।