জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাই মাটির নিচ থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার।
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী এলাকার বাড়ির ভিতর লাউ গাছের নীচ থেকে প্যান্ট ও অর্ধগলিত লাশের হাড় শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বসতবাড়ির ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রী নির্মাণ ও সংস্কারের কাজ করছিল।
একজন রাজমিস্ত্রী বাথরুমের মেঝেতে কাজ করার জন্য মাটি খনন করতে যায়। ওই স্থানে একটি লাউ গাছ লাগানো ছিল। রাজমিস্ত্রী লাউ গাছটি তুলতে মাটিতে কোদাল দিয়ে কোপ দেয়। এ সময় লাউ গাছটি গর্ত হয়ে নিচে যায় এবং দুর্গন্ধ বের হতে থাকলে মিস্ত্রির লোকজন গিয়ে মাটি খুঁড়লে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড় দেখতে পায়।
রাজমিস্ত্রী নবিউল ইসলাম জানান, বাথরুম নির্মাণের জন্য মাটি কাটতে যাই। সেখানে লাউ গাছ লাগানো ছিল। লাউ গাছ কোদাল দিয়ে উপড়াতে গেলে লাউ গাছ গর্তের মধ্যে ঢুকে যায়। এরপর মাটি সরাতে গেলে সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। বিষয়টি হেড মিস্ত্রিকে জানালে হেড মিস্ত্রি গিয়ে ওই গর্ত থেকে একটি প্যান্ট ও হাড় দেখতে পেয়ে বাড়ির মালিককে জানায়।
বাড়ির মালিক পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে অর্ধ গলিত লাশের মাথার খুলিসহ হাড় উদ্ধার করে পুলিশ।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আহমেদ পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ও ফোর্সসহ তিনি ঘটনাস্থলে পৌঁছে প্যান্টের সঙ্গে অর্ধগলিত লাশের হাড় উদ্ধার করেছে। তিনি আরো জানান মৃত দেহটি সম্পূর্ণ গলিত এবং কিছু হাড় পাওয়া গিয়েছে। ফরেনসিক সহ ডিএনএ টেস্টের পর পরিচয় সনাক্তকরণ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।