রামপাল আওয়ামী সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যারিস্টার ওবায়দুল বহমান গনসংযোগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান (ওবায়েদ)।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দিন ব্যাপি ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী বাজার, বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজার, রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার, হুড়কা ইউনিয়নের গোনা বাজার ও মোংলা উপজেলার দিগরাজ বাজার, ও উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজারের বিভিন্ন স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন।
এসময় তিনি শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশের মানুষের মাথাপিছু আয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জাতীয় বাজেট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয়, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ, জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকারের নানামুখী উন্নয়ন সংবলিত লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।
গণসংযোগকালে তার সাথে ছিলেন ইউপি চেয়ারম্যান উদয় সঙ্কর বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অদেন্দু শেখর বিশ্বাস, বিবেকানন্দ হালদার, জিহাদ সরদার, বিপুন রায়, প্রকাশ রায়, অরণ্য রায়, শেখ মাইদুল ইসলাম মুন, কল্লোল বিশ্বাস, মোঃ ইমরান শেখসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।