মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

এসএসসির খাতা দেখায় অবহেলা করায় নারায়ণগঞ্জের ২ শিক্ষক কালো তালিকাভুক্ত।

তানভির ইসলাম,, উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
এসএসসির খাতা দেখায় অবহেলা করায় নারায়ণগঞ্জের ২ শিক্ষক কালো তালিকাভুক্ত।
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা করায় কেন্দ্রে পরীক্ষকের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের ২ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ঢাকা বোর্ড।
কালো তালিকা ভুক্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোহাম্মদ মমিন মিয়া ও ফতুল্লার আহসান উদ্দিন হাইস্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর কবির।
জানা গেছে, উক্ত পরীক্ষকদ্বয় খাতা দেখায় অবহেলা করায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের রেজাল্ট ফেল আসে। পরে খাতা পুনর্নিরীক্ষণ করে দেখা যায় তারা পাস করেছেন।
রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাবলিক পরীক্ষার খাতা দেখায় অবহেলা আর সহ্য করা হবে না। আর অন্যান্য পরীক্ষকদের এখনই সতর্ক হওয়া উচিত।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102