বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা। 
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। একইসঙ্গে দলের ২৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
গত বছরের ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোছলেম উদ্দিন আহমেদকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। পরে সভাপতি মোছলেম উদ্দিন মারা গেলে সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এরপর গত ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভায় ভারমুক্ত করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি পদ।
কমিটিতে সভাপতি পদে রয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। সহ-সভাপতি করা হয়েছে এস এস আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মো. কাশেম, মো. নাসির উদ্দিন (বিজিএমইএ), আইয়ুব আলীকে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আগে থেকে রয়েছেন মফিজুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন হলেন প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর।
আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, কৃষি ও সমবায় সম্পাদক পদে গোলাম ফারুক ডলার, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আবদুল কাদের সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকে মো. আবদুর রহিম, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরুল আবছার চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বোরহান উদ্দিন এমরান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আবদুর রশিদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ফারুক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবসার উদ্দিন সেলিম, শিল্প ও বাণিজ্যে আনিসুজ্জামন চৌধুরী রনি, শ্রম সম্পাদক খোরশেদ আলম, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল আবেদিন জুনু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনজন হলে মোস্তাক আহমেদ আঙ্গুর, আ ন ম টিপু সুলতান, হায়দার আলী রনি, উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দীন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা মুহম্মদ নেজামুদ্দীন নদভী এমপি, চেমন আরা তৈয়ব, নুরুল কাইয়ুম খান, সিদ্দিক আহমেদ বি কম, আবদুল মোতালেব সিআইপি।
এছাড়া আ ক ম শামসুজ্জামান চৌধুরী, রাশেদ মনোয়ার (পটিয়া), দেবব্রত দাশ, বিজন চক্রবতী, আবদুল্লাহ কবির লিটন, মাস্টার ফরিদুল আলম, আবদুল মালেক (আনোয়ারা), আবু সৈয়দ (বাঁশখালী), ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, ড. জমির সিকদার (বাঁশখালী), মো. শহীদুল কবির সেলিম (লোহাগাড়া), শাহাদাত হোসেন (বোয়ালখালী), গোলাম সরওয়ার মুরাদ (পটিয়া), ইঞ্জিনিয়ার মুনির উদ্দিন আহমদ (বাঁশখালী), অধ্যক্ষ সরওয়ার আলম চৌধুরী (বাঁশখালী), মোজাহেরুল আলম চৌধুরী (পটিয়া), ডা আ.ন.ম মিনহাজুর রহমান, আবু সালেহ চৌধুরী (পটিয়া), জান মোহাম্মদ সিকদার (লোহাগাড়া), মো. সালাউদ্দীন সাকিব, মো. নাছির উদ্দিন, মুজাহিদ বিন কায়সার, আব্দুল কৈয়ুম চৌধুরী (চন্দনাইশ), নইমুল হক পারভেজ, মো. খোরশেদ আলম (বোয়ালখালী), রূপ কুমার নন্দী খোকন (সাতকানিয়া) ও ডা. নাছির উদ্দীন মাহমুদকে রাখা হয়েছে কমিটিতে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102