ঝিনাইদহের কোটচাঁদপুর মন্ডপে মন্ডপে চলছে দূর্গাপুজার প্রস্তুতি।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। আর এই দুর্গাপূজার এখনো প্রায় দেড়-মাস বাকি। কিন্তু ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন মন্ডপে মন্ডপে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এ বছরের দূর্গাপূজার প্রস্তুতি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্রীজঘাট পূজামন্ডপে প্রাঙ্গনে চলছে দূর্গাপূজার প্রস্তুতি। গত বছর থেকে এবার নতুন আয়োজন করবেন বলে জানা যায়।
সরজমিনে কোটচাঁদপুর ব্রীজঘাট হালদার পাড়া মন্ডপ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় কারিগর অমল কুমার পাল, পাবনা তিনি বলেন। বিভিন্ন সরঞ্জম দিয়ে বিভিন্ন নকশা তৈরি করছেন। হালদার পাড়া মন্দিরের দপ্তর সম্পাদক শীতল মন্ডল বলে, কোটচাঁদপুর প্রতিনিধি রাম জোয়ার্দার কে বলেন, নতুন রুপে নতুন সাজে আপনাদের মাঝে হাজির হচ্ছি ভিন্ন সাঁজে । অপেক্ষা আছি ভালো কিছুর জন্য।
উল্লেখ্য যে, ২০ শে অক্টোবর শুক্রবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।