শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৩ ঘন্টার ব্যবধানে বিএনপির দুই শীর্ষ নেতার মৃত্যু হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি, সামাজিক ব্যক্তিত্ব নিষ্ঠাবান বাজনীতিবিদ আব্দুস সালাম (৭৫) শনিবার রাত সাড়ে নয়টায় হ্রদরোগে আক্রান্ত হয়ে শেরপুর সদর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৯১ সালে ব্রাকের এরিয়া ম্যানাজার দায়িত্ব থেকে অবসরে এসে বিএনপির রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেন। বিএনপির সাধরণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে বর্তমান আহবায়ক হিসাবে দল পরিচালনা করে আসছিলেন। রোববার দুপুর আড়াইটার সময় শালচুড়া উচ্চ বিদদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই সময় তার বর্ণাঢ্য রাজনীতির জীবন তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও শেরপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম ওয়ারেজ নাইম, ওই ইউনিয়নের চেয়ারম্যান রুকনুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ও মরহুমের ছেলে আরিফুল ইসলাম প্রমুখ। পরে পারিবারিক কবরস্থানে তাকে চিরতরে দাফন করা হয়।
অপরদিকে ঝিনাইগাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, হাজি অছিমদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব রেজাউর রহমান রোববার সকালে চিকিৎসার জন্যে ঢাকা নেওয়ার পথে সাড়ে দশটার সময় না ফেরার দেশে চলে যান।
এদিকে, ১৩ ঘন্টার ব্যবধানে দুই বিএনপির দুই শীর্ষ নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুই নেতার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর শোক বার্তা পাঠিয়েছন বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।