সরদার নাসির উদ্দীন এর শুভ জন্মদিন উদযাপন।
শুভ শুভ শুভ দিন নাসির ভাইয়ের জন্মদিন। বাগেরহাট জেলা যুবলীগ নেতা মোদের শেখ মুজিব। যুবলীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। টিটু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এমনই সব স্লোগানে বাগেরহাট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি সরদার নাসির উদ্দিনের জন্মদিন উদযাপন করেছেন বাগেরহাট সদর উপজেলা যুবলীগ।
আজ রবিবার তেশরা সেপ্টেম্বর সিএন্ডবি বাজারে বাগেরহাট সদর উপজেলা যুবলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু এই জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন।
এ অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ, যাত্রাপুর, খানপুর, রাখালগাছি, কাড়াপাড়া, বারুইপাড়া, ষাটগম্বুজ, বেমরতা, বৃষ্টিপুর, গোটাপাড়া ও ডেমা ইউনিয়ন যুবলীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রনেতা, বর্তমান বাগেরহাট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। কর্মী বান্ধব এই নেতা বাগেরহাট – ২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত আস্থাভাজন। তার নেতৃত্বে বাগেরহাট জেলা যুবলীগ রূপ নিয়েছে নতুন মাত্রায়। তাইতো এই মানুষটি সকলের কাছে এত প্রিয় হয়ে উঠেছেন।