ছাত্রলীগ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ছাত্র-সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে গত ১ লা সেপ্টেম্বর সর্ববৃহৎ এক ছাত্র সমাবেশ করে বাংলাদেশ ছাত্রলীগ।সারাদেশ থেকে ৫ লক্ষের ও অধিক শিক্ষার্থী ছাত্র- সমাবেশে অংশগ্রহণ করে।
তার ই ধারাবাহিতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্র সমাবেশে অংশগ্রহণ করে।
শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ
জেলার প্রতিটি ইউনিট থেকে এই ছাত্র সমাবেশে যোগ দিতে অসংখ্য নেতাকর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম ছেড়ে ঢাকার পথে রওনা দেয়।
সমাবেশে তৃণমূলের নেতাকর্মীরা যোগ দিতে পেরে তারা অত্যন্ত গর্বিত অনুভব করছে।
সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় আবারো চট্টগ্রামের উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে ফিরে যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।