ইবির হিসাববিজ্ঞান বিভাগে নবীন বরণ অনুষ্ঠিত।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিভাগের ২১৩নং কক্ষে এর আয়োজন করা হয়।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। অতিথি হিসেবে ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা।
এছাড়াও অধ্যাপক ড. আবদুস শহিদ মিয়া, অধ্যাপক ড. রুহুল আমীন, অধ্যাপক ড. আব্দুস সবুর, সহকারী অধ্যাপক নাজমুল হুদা, সহকারী অধ্যাপক কামাল হোসেন সহ বিভাগের অন্য শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল, নোটবুক ও কলম উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, উচ্চশিক্ষা অর্জনে এই বিভাগে তোমাদের স্বাগতম। তোমরা যারা এখানে সুযোগ পেয়েছ তারা ভাগ্যবান। তোমরা এখানে ব্যবসায় প্রশাসনে বিস্তৃত জ্ঞান অর্জন করবে। আমি তোমাদের মঙ্গল কামনা করি।
এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, লোক ও প্রশাসন, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, আইন ও ভূমি ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।