নবীনদের ফুল দিয়ে বরণ করে নিল ইবির আল-ফিকহ বিভাগ।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের সেমিনার কক্ষে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
এসময় বিভাগটির সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেনের সঞ্চালনায় এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. নাজিমুদ্দিন।
অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। পরে নবীনদের হাতে ফুল দিয়ে বিভাগে স্বাগত জানান বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা। এসময় নবীনরা তাদের বক্তব্যে আইন অনুষদভূক্ত বিভাগটিতে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভাগটির শিক্ষক এবং সিনিয়র শিক্ষার্থীরা নবীনদেরকে বিভাগে স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, তোমরা আজ থেকে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ নামক নতুন একটি পরিবারের অংশ। এই বিভাগ হলো একটি বহুমাত্রিক বিভাগ। যেখানে প্রচলিত আইনের সাথে শরিয়াহ আইন পড়ানো হয়।
তিনি আরো বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থীরা দেশের অসংখ্য জায়গায় ভালো অবস্থানে রয়েছে। সেখানে তারা প্রতিনিধিত্ব করছে। প্রত্যাশা করি এই অনুপ্রেরণা কে কাজে লাগিয়ে তোমারাও আগামীতে এগিয়ে যাবে। নবীন হিসেবে তোমাদের প্রতি নির্দেশনা থাকবে বিশ্ববিদ্যালয় ও বিভাগের আইন-শৃঙ্খলা মেনে চলবে এবং শিক্ষকদের প্রতি সন্মান প্রদর্শন করবে।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।