প্রধান শিক্ষকের বরখাস্তের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ।
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানকে ‘নিয়মবহির্ভূতভাবে’ সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক বজলুর রহমানকে পুনর্বহালের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন।
খবর পেয়ে স্কুল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন।
জানা গেছে, স্কুলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিক্ষার্থীকে মারধর ও ধর্মীয় শিক্ষকের সাথে হাতাহাতির ঘটনায় সৃষ্ট বিরোধ মীমাংসিত হয়েছে। মীমাংসিত ঘটনা তুলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমানকে দুই মাসের সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, তিনি কোনো শিক্ষার্থীকে মারধর করেন নি এবং তার সময়ে কোনো আর্থিক অনিয়মও হয়নি।
এদিকে বিদ্যালয়ের সভাপতি নাছরিন মাশকুরা রোকন জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের বেত্রাঘাতসহ আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। এ বিষয়ে তাকে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
লোহাগাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের পর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে লোহাগাড়া এসি (ল্যান্ড) মো. শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে, যাতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।