পটুয়াখালীর দুমকীতে বিদ্যালয়ের আঙ্গিনায় ইউপি সদস্যের উদ্যোগে ফলের চারা রোপন
পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর আঠারোগাসিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় নবনির্বাচিত ইউপি সদস্যের উদ্যোগে বিভিন্ন ফলে চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯আগষ্ট) সকাল ১০টায় উত্তর আঠারোগাছিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী লেবুখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবুখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নিখিল মন্ডল, উত্তর আঠারোগাছিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু জাফরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিদ্যালয়ের আঙ্গিনায় নারিকেল,আমড়া, পেয়ারা,মাল্টা ও কামরাঙ্গা ফলের চারা রোপণ করা হয়।