মোঃ এবাদুল ইসলাম, নওগাঁ, আত্রাইঃনওগাঁ -৬( আত্রাই – রানীনগর) সংসদীয় আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন রাণীনগর উপজেলার বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন হেলাল।
নওগাঁ- ৬ এই আসনটি শূন্য হয় গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম মারা যাওয়ায় আসনটি শুন্য হয়। এ শুন্য আসনে উপ-নির্বাচনকে লক্ষ করে ইতোমধ্যে এ আসন থেকে আওয়ামীলীগের কয়েকজনের নাম শোনা যাই।
কিন্তু তার অবসান ঘটে আজ দলীও ঘোষণার মাধ্যমে। এর আগে দলীয় মনোনয়ন এর প্রত্যাশায় এই আসন হতে আওয়ামীলীগ এর মোট ৩৪ জন মনোনয়ন ফর্ম কেনেন। আগামী ১৭ অক্টোবর এই আসনের উপ- নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইভিএম মেশিনের মাধ্যমে।