শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা.(খুলনা) প্রতিনিধিঃ
খুলনা জেলায় রূপসা উপজেলার রূপসা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি দৈনিক অনলাইন পোর্টাল সোনালী সপ্নের সম্পাদক ও প্রকাশক মোঃ রবিউল ইসলাম পেটে ব্যাথা অনুভব হয়ে হঠৎ অসুস্থ হয়ে পড়লে তাহাকে রূপসা উপজেলার রেভা আব্দুল ওয়াদুদ সি এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ দিকে রেভা আব্দুল ওয়াদুদ হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক পরিক্ষা করে জানান, রূপসা প্রেসক্লাবের সভাপতি দৈনিক অনলাইন পোর্টাল সোনালী সপ্নের প্রকাশক মোঃ রবিউল ইসলাম তোতার পিত্তির থলিতে পাথর ধরা পড়েছে, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম তোতা এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
এ দিকে তাঁর সুস্থতা কামনা করেছেন, রূপসা প্রেসক্লাব , রূপসা উপজেলা প্রেসক্লাবে, দৈনিক সোনালী স্বপ্ন সহ খুলনার সকল গণমাধ্যম সাংবাদিক ও রূপসা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা সহ সকলে।