বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর গুলশানের বাসভবন থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বুধবার ৬টা ২৫ মিনিটে হাসপাতালের উদ্দেশে তিনি বাসা থেকে বের হন।
সেসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গত ১২ জুন রাত ১টা ৪০ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি।