পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নম্বরপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্কুল কতর্ৃপক্ষের বিরুদ্ধে।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা জানান,নম্বরপত্র বিতরণের সময় কোন প্রকার টাকা নেওয়ার নিয়ম না থাকলেও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্কুল থেকে তাদের নম্বরপত্র উত্তোলণের সময় স্কুল কর্তৃপক্ষের তাদের কাছ থেকে সাতশত টাকা হারে আদায় করছে। নম্বরপত্র হাতে নেওয়ার আগেই প্রত্যেক শিক্ষার্থীকে ৭শত টাকা প্রতিষ্ঠানের ক্রিড়া শিক্ষক সুধীর চন্দ্র শাহার হাতে জমা দেওয়ার পরে শিক্ষার্থীরা তাদের নম্বরপত্র হাতে পাচ্ছে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান।
এতে অনেক অসহায় দরীদ্র শিক্ষার্থী টাকার অভাবে
যথাসময়ে তাদের নম্বরপত্র তুলতে না পেরে ভোগান্তির শিকার হচ্ছে।শিক্ষার্থীরা যাতে কোন টাকা ছাড়াই স্কুল থেকে তাদের নম্বরপত্র পেতে পারে
এবং যারা টাকা দিয়ে নম্বরপত্র উত্তোলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থথীরা যাতে তাদের টাকা ফেরত পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সহযোগীতা কামনা করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম জানান, সরকারী ভাবে কোন বিধান না থকেলেও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী নম্বরপত্র ও
টেষ্টিমনিয়ালের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রশিদের মাধ্যমে ৭শত টাকা করে নেওয়া হচ্ছে। কোন স্কুলেই টাকা ছাড়া নম্বরপত্র ও টেষ্টিমিনিয়াল
দেয় না বলেও চ্যালেঞ্জ করেন তিনি।তবে কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান টাকার বিনিময়ে নম্বরপত্র ও টেষ্টিমনিয়াল দেওয়ার সরকারী ভাবে কোন বিধান নাই।