নিপুনের বাবার সুদের উপর নেয়া টাকা পরিশোধ করলেন সাংসদ সদস্য নুর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিপুন বিশ্বাসের বাবা প্রেমানন্দ বিশ্বাস সুদের উপর ৩০ হাজার টাকা নিয়েছিলেন।
সুদের উপর নেয়া সেই টাকা পরিশোধের জন্য প্রেমানন্দকে নগদ টাকা দিয়েছেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার সন্ধ্যায় শহরের শহীদ আলী হোসেন সড়কে অবস্থিত সাংসদের বাড়িতে প্রেমানন্দের হাতে টাকা তুলে দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
প্রেমানন্দ বিশ্বাস জানান, ছেলেকে ভর্তির আগে ৩০হাজার টাকা সুদের উপর নেই। সেই টাকা ছেলের হাতে দেই। ওই টাকা দিয়ে খরচ শুরু করে সে। বিষয়টি জানতে পেয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য নুর ভাই নগদ টাকা দিয়েছেন আমাকে। আমি কৃতজ্ঞ তার প্রতি।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, আমাদের অবিভাবক প্রিয় নূর ভাই বিষয়টি জেনে তাৎক্ষনিক ভাবে উদ্যোগ নেন। যার অংশ হিসেবে নিপুনের বাবার হাতে নগদ টাকা তুলে দেয়া হয় এমপি মহোদয়ের বাসায়।
এছাড়া নিপুনের পাশে থাকবেন নুর ভাই এটিও জানানো হয়েছে প্রেমানন্দ বিশ্বাসকে।